সোমবার ১৯ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, ২১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

শাহরিয়ার হত্যাকাণ্ডের পরের ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন তুললেন বড় ভাই - শরীফুল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:৩২, ১৮ মে ২০২৫

শাহরিয়ার হত্যাকাণ্ডের পরের ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন তুললেন বড় ভাই - শরীফুল

শাহরিয়ারের বড় ভাই শরীফুল পুলিশের তৎপরতা নিয়ে উঠল প্রশ্ন, দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার দাবিতে শাহবাগে অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের পরবর্তী কিছু ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর বড় ভাই শরীফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, শাহরিয়ার যে স্যার এ এফ রহমান হলে থাকতেন, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। এ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্রদলের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন শরীফুল। ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে শাহরিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, মূল ঘাতকসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতকরণ এবং ক্যাম্পাস নিরাপদ করার দাবিতে। কর্মসূচির অংশ হিসেবে তারা প্রায় পৌনে দুই ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখে।

শরীফুল জানান, শাহরিয়ারের সহপাঠী ও বিভাগীয় শিক্ষকরা শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠক করেন। তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনার দিন সাধারণ জনগণ দুজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পরে বলা হয়, ঘটনার চার ঘণ্টা পর সাত-আট কিলোমিটার দূরের একটি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন হলো, যদি ঘটনাস্থল থেকেই তারা ধরা পড়ে, তাহলে কেন পুলিশ পরে হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তারের কথা বলছে? এতে সন্দেহ তৈরি হয় যে, কোনো চাপে পড়ে পুলিশ কি ইচ্ছাকৃতভাবে তাদের ছেড়ে দিয়েছিল?”

তিনি আরও বলেন, “গভীর রাতে ওই দুইজনকে ধরার পুরস্কার হিসেবে সরকার পুলিশকে এক লাখ টাকা দিয়েছে। আমি পুলিশকে বলতে চাই, যদি উপহার লাগে, আজকের এই সমাবেশ থেকেই ঘোষণা দিলাম—যদি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হয়, আমি ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা পুরস্কার দেব, ইনশা আল্লাহ।”

শরীফুল অভিযোগ করেন, হত্যার পর পরিকল্পিতভাবে শাহরিয়ারের চরিত্রহননের চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কিছু ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে আমার ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি তাদের সতর্ক করে দিতে চাই—আজ যদি তোমরা এই অপপ্রচারে মত্ত হও, ভবিষ্যতে তোমাদের সঙ্গেও এমন কিছু ঘটতে পারে। দলমত নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”

শাহরিয়ার হত্যার বিচার দাবিতে ছাত্রদলের ভূমিকার জন্য তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।