‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বর্বরতা চলতে পারে না’—সাধন হত্যা নিয়ে আমিনুল হক

৩১ দফা প্রচারপত্র বিতরণ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এভাবে প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
সোমবার (২৬ মে) বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মিরপুর পল্লবীতে নিজ নির্বাচনী এলাকায় ৩১ দফা প্রচারপত্র বিতরণ এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমিনুল হক। তিনি বলেন, “বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে—এটা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। দ্রুত হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। তারা হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে চেষ্টা করছে। তবে বিএনপি পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
আমিনুল হক বলেন, “দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, এবং মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।