বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ৭ ১৪৩১, ২০ শা'বান ১৪৪৬

ব্রেকিং

‘হয়রানি করতে’ খালেদাকে নাইকো মামলায় জড়ানো হয়: আদালতের পর্যবেক্ষণ নাইকো দুর্নীতি: খালেদা জিয়াসহ আট আসামিই খালাস বাকি ৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল কুয়েটে উপাচার্যের পদত্যাগ দাবি, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন ২৭তম বিসিএস: নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের বিষয়ে রায় বৃহস্পতিবার সমাজ সংস্কারে দেশের আলেম সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত বাইডেন আমলে নিযুক্ত সকল এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের অন্তহীন ভোগান্তিতে শহীদ ইমনের অন্তঃসত্ত্বা স্ত্রী স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সব বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

জাতীয়

ফেনীতে আধুনিক তাঁবুতে ঈদের নামাজ, থাকছে খেজুর-পানি

 আপডেট: ১৯:৫২, ১৬ জুন ২০২৪

ফেনীতে আধুনিক তাঁবুতে ঈদের নামাজ, থাকছে খেজুর-পানি

ফেনী জেলায় প্রধান ঈদগাহ মিজান ময়দান সেজেছে নান্দনিক সাজে। প্রায় ২০ হাজার মুসল্লি ধারনক্ষম এ ঈদগাহ আধুনিক তাঁবুতে ঢেকে দেওয়া হয়েছে।  তাঁবুর ভেতরে ঝলমলে আলো এবং পাঁচশ’টি বৈদ্যুতিক পাখা ব্যবহার করা হয়েছে গরমে আরামদায়ক পরিবেশ নিশ্চিতে। 

ফেনী পৌরসভার উদ্যোগে আয়োজিত এ ঈদের জামাত উপলক্ষে মুসল্লিদের জন্য রাখা হয়েছে বোতলজাত পানি এবং খেজুর। 

আজ রোববার বিকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এবং পুলিশ সুপার জাকির হাসান।

ফেনী পৌরসভা মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আগামীকাল সোমবার ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে বিষয় মাথায় রেখে এই তাঁবু স্থাপন করা হয়েছে। মিজান ময়দানে জেলার প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে থাকে। মুসুল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিতে এসব আয়োজন করা হয়েছে।

জেলায় ইসলামিক ফাউন্ডেশন- এর  উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ জানান, জেলার প্রধান ঈদ জামায়াত মিজান ময়দানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, জহিরিয়া জামে মসজিদে সকাল ৭টায়, সার্কিট হাউজ জামে মসজিদ, মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদ, শান্তি কোম্পানী জামে মসজিদ, পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদ, ফেনী রেল ষ্টেশন জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, হাজারী পাড়া জামে মসজিদ, বিরিঞ্চি কেন্দ্রীয় ছুফিয়া ঈদগাহ, মমিন জাহান জামে মসজিদ, মুন্সি বাড়ী জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, তাকিয়া বাড়ি মসজিদ, লমি হাজারী বাড়ী জামে মসজিদ ও দক্ষিণ চাঁড়িপুর ঈদগাহ, মধ্য চাঁড়িপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টা, জিএ একাডেমী ঈদগাহ ও পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।