বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সৈয়দ মোস্তাক আলী
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের বেরিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে মৌলভীবাজার সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
উল্লেখ্য, সৈয়দ মোস্তাক আলী স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সক্রিয় সদস্য এবং পরিবারগতভাবে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে আসা ব্যক্তি। তার ভাই প্রয়াত সৈয়দ মহসিন আলী এক সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ মোস্তাকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে থানা সূত্রে জানা গেছে।