শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দিয়ে বাজেট পুনর্গঠনের আহ্বান ইসলামী আন্দোলনের

শিক্ষা-স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের দাবি ইসলামী আন্দোলনের
ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন বাজেট পুনঃপ্রস্তাব করার দাবি জানিয়েছে। রোববার দেওয়া এক বিবৃতিতে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই দাবি জানান। তার পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠান দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অবহেলা করে পরিবহন ও যোগাযোগের মতো খাতে বাজেটের বড় অংশ ব্যয় করছে। এর ফলে দেশজ তারুণ্য সম্পদে পরিণত হওয়ার সুযোগ হারিয়ে বোঝা হয়ে উঠছে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, জাতি আশা করেছিল বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করবে। কিন্তু সরকারের প্রাথমিক দৃষ্টিভঙ্গি অতীতের ধারাবাহিকতা বজায় রেখেছে।
ইসলামী আন্দোলনের দাবি, শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে ৬ শতাংশ ব্যয় হওয়া উচিত, অথচ বর্তমানে তা মাত্র ২ শতাংশের মতো। এ ছাড়া এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়েও সরকার হতাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পরিবহন ও জ্বালানি খাত বিনিয়োগ ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ হলেও মানবসম্পদ উন্নয়ন ছাড়া এগুলোর কোনো বাস্তব সুফল আসবে না। তাই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে জনগণের প্রকৃত চাহিদা পূরণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, গণশিক্ষা, গণস্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হবে এবং তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পাস করা হবে।