রোববার ১৮ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

ডিজিটাল রূপান্তরে বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার

 প্রকাশিত: ২২:৫৭, ১৬ মে ২০২৫

ডিজিটাল রূপান্তরে বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার

ডিজিটাল রূপান্তরের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস (১৭ মে) উপলক্ষে শুক্রবার (১৬ মে) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য—‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’ (Gender Equality in Digital Transformation)।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে অন্তর্বর্তী সরকার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ গঠনে এই সমান অংশগ্রহণ অপরিহার্য।”

তিনি আরও জানান, ডিজিটাল সেবায় জনগণের প্রবেশাধিকার সহজ করতে ‘নাগরিক সেবা’ নামে একটি ডিজিটাল সেবা কেন্দ্র গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে নাগরিক সেবাকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ছাত্রীদের জন্য শি-এসটিইএম ট্রেনিং (She-STEM Training) চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ শিগগিরই স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে, যা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করবে।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও সমতা ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বিশ্বমানের তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে জনগণ, সরকার এবং বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে।”