শুক্রবার ১৬ মে ২০২৫, জ্যৈষ্ঠ ২ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

আশুলিয়ায় সিসা কারখানার বিরুদ্ধে বলায় ছাত্র ও শ্রমিক নেতাদের ওপর হামলা

 প্রকাশিত: ২৩:১৩, ১৫ মে ২০২৫

আশুলিয়ায় সিসা কারখানার বিরুদ্ধে বলায় ছাত্র ও শ্রমিক নেতাদের ওপর হামলা

ঢাকার সাভারের আশুলিয়ার গোয়াইলবাড়ি বাজার এলাকায় একটি অবৈধ সিসা কারখানা বন্ধে দাবি জানানোয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (গতকাল) রাত সাড়ে ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ওরফে ইমন (২৭), ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব তাওহিদুল ইসলাম ওরফে সানভি (২৩) ও জ্যেষ্ঠ সহ-মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা অভিযোগ করেন, তাঁরা আশুলিয়ার শিমুলিয়া এলাকায় একটি কারখানায় ব্যাটারি গলিয়ে সিসা তৈরির বিষয়টি টের পেয়ে পুলিশ ও প্রশাসনকে জানান। পুলিশ ভিডিও ফুটেজ আনতে বললে তাঁরা প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন। এরপর এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ফোন করে তাঁদের ওই কারখানায় ডেকে নেয়। পরে গোয়াইলবাড়ি বাজার এলাকায় একটি মাইক্রোবাস থেকে দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

এ সময় মারধরকারীরা এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম ওরফে মুকুলের নাম উল্লেখ করে বলেন, কারখানাটি মুকুলকে টাকা দেয়। এ বিষয়ে রিফাত আহমেদ বলেন, ‘আমরা বাধা দিলে কারখানার লোকজন বলে, মুকুলকে টাকা দিই। আপনারা বাধা দেন কেন?’

তবে অভিযোগ অস্বীকার করে মুকুল বলেন, ‘কারখানার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা।’ তিনি দাবি করেন, ‘ঘটনার সময় কেউ ফোন করে বলে কিছু লোক কারখানায় গেছে। আমি শুধু জানাতে বলেছি, আমাদের কেউ না হলে বিষয়টি ক্লিয়ার করা হোক।’

আশুলিয়া থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।