আশুলিয়ায় সিসা কারখানার বিরুদ্ধে বলায় ছাত্র ও শ্রমিক নেতাদের ওপর হামলা

ঢাকার সাভারের আশুলিয়ার গোয়াইলবাড়ি বাজার এলাকায় একটি অবৈধ সিসা কারখানা বন্ধে দাবি জানানোয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (গতকাল) রাত সাড়ে ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হন।
আহতদের মধ্যে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ওরফে ইমন (২৭), ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব তাওহিদুল ইসলাম ওরফে সানভি (২৩) ও জ্যেষ্ঠ সহ-মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা অভিযোগ করেন, তাঁরা আশুলিয়ার শিমুলিয়া এলাকায় একটি কারখানায় ব্যাটারি গলিয়ে সিসা তৈরির বিষয়টি টের পেয়ে পুলিশ ও প্রশাসনকে জানান। পুলিশ ভিডিও ফুটেজ আনতে বললে তাঁরা প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন। এরপর এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ফোন করে তাঁদের ওই কারখানায় ডেকে নেয়। পরে গোয়াইলবাড়ি বাজার এলাকায় একটি মাইক্রোবাস থেকে দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় মারধরকারীরা এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম ওরফে মুকুলের নাম উল্লেখ করে বলেন, কারখানাটি মুকুলকে টাকা দেয়। এ বিষয়ে রিফাত আহমেদ বলেন, ‘আমরা বাধা দিলে কারখানার লোকজন বলে, মুকুলকে টাকা দিই। আপনারা বাধা দেন কেন?’
তবে অভিযোগ অস্বীকার করে মুকুল বলেন, ‘কারখানার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা।’ তিনি দাবি করেন, ‘ঘটনার সময় কেউ ফোন করে বলে কিছু লোক কারখানায় গেছে। আমি শুধু জানাতে বলেছি, আমাদের কেউ না হলে বিষয়টি ক্লিয়ার করা হোক।’
আশুলিয়া থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।