রাসুলুল্লাহ (সা.) সুগন্ধির প্রতি ছিলেন অত্যন্ত প্রীত এবং এটি ব্যবহার করাকে নিজের সুন্নতের মধ্যে গণ্য করতেন। তাঁর সুগন্ধির প্রভাব এতই বিস্তৃত ছিল যে রাস্তা দিয়ে হেঁটেও চারপাশে সুবাস ছড়িয়ে পড়ত, যা পথচারীরা অনুভব করত। আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, “যখন রাসুলুল্লাহ (সা.) মদিনার কোনো পথ দিয়ে হেঁটেছেন, লোকেরা তাঁর সুঘ্রাণ পেত এবং বলত, ‘রাসুলুল্লাহ (সা.) এই পথ দিয়ে অতিক্রম করেছেন।’” (মুসনাদুল বাজ্জার : ৭১১৮)