প্রশ্ন:হুজুর, আমি কায়রো জামিয়াতুল আযহারে পড়াশোনা করি। কয়েক বছর আগে আমার নানা ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি আমাকে দিয়ে তার বদলী হজ্ব করানোর ওসিয়ত করে যান। আমি আগামী বছর নানার পক্ষ থেকে বদলী হজ্ব করার জন্য বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করেছি। আমি শুনেছি যে, বদলী হজ্ব যার পক্ষ থেকে করা হয়, তার নিজ দেশ থেকেই আদায় করতে হয়। তো এ ক্ষেত্রে হজ্ব সম্পন্ন করার পর পুনরায় সেই দেশে ফিরে আসাও কি জরুরি? আমি যদি হজ্ব শেষে বাংলাদেশে না এসে কায়রো চলে আসি। এতে কোনো অসুবিধা আছে কি?