বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

৩ স্থানে অবরোধের ডাক দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা আওয়ামী লীগকে জয়ী করতে গত ৩ নির্বাচনে গোয়েন্দা সংস্থার অনেকে ছিলেন ‘স্বপ্রণোদিত’: প্রতিবেদন জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: সালাহউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র নাক গলালে মার্কিন ঘাঁটিতে হামলা হবে, আঞ্চলিক দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ‘সাহস থাকলে’ শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয়: প্রধান উপদেষ্টা রংপুরে ‘স্পিরিট পানে’ তিন দিনে ৬ জনের মৃত্যু অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: জানাজা সম্পন্ন, দাফন বৃহস্পতিবার সিলেটের ছয়টি আসনে ৩৯ প্রার্থীর ২২ জনই কোটিপতি থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ১২ ভেনেজুয়েলার তেল কোম্পানি বিক্রির বিরোধিতা, যুক্তরাষ্ট্রে মামলা দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন ট্রাম্প : আয়োজক কমিটি ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের

ইসলাম

৭০ দিনে কোরআন মুখস্থ করলো আট বছরের শিশু

 প্রকাশিত: ১২:১৩, ২৪ নভেম্বর ২০২৫

৭০ দিনে কোরআন মুখস্থ করলো আট বছরের শিশু

নাটোরের নূরে মদিনা মডেল মাদরাসার দুই শিক্ষার্থী অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। মাত্র ৭০ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে আট বছর বয়সী মো. মারুফ হাসান। একই মাদরাসার নয় বছর বয়সী আব্দুর রহমান মাত্র ১৪০ দিনে সম্পন্ন করেছে কোরআনের ৩০ পারা হিফজ।

রোববার (২৩ নভেম্বর) দুই শিশুর এই বিস্ময়কর অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভরে যায় চারপাশ। একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর এমন সফলতায় মাদরাসা, পরিবার ও স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মাদরাসা সূত্র জানায়, শুরু থেকেই হিফজ বিভাগে মারুফ ও আব্দুর রহমান ছিলেন অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ। নিয়মিত ও যত্নসহকারে পাঠ প্রস্তুত করায় তাদের হিফজের গতি ছিল অনন্য।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি নূরনবী সিরাজী বলেন,

“কোরআনের প্রতি দুই শিশুর গভীর অনুরাগ, শৃঙ্খলা ও নিরলস অধ্যবসায় তাদের দ্রুত সময়ে হিফজ সম্পন্নের প্রধান কারণ। আল্লাহর বিশেষ রহমত ছাড়া এমন অর্জন সম্ভব নয়।”

হাফেজ হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মারুফ হাসান বলে,

“এটা আমার জীবনের বড় অর্জন। সবাই দোয়া করবেন—আমি যেন বিশ্বজয়ী হাফেজ হতে পারি।”

অন্যদিকে আব্দুর রহমান জানায়,

“আল্লাহ আমাকে কোরআনকে বুকে ধারণ করার শক্তি দিয়েছেন। শিক্ষক ও বাবা-মা প্রতিদিন অনুপ্রাণিত করেছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কোরআনকে জীবনভর ধারণ করাই আমার স্বপ্ন।”

৮ বছর বয়সী হাফেজ মারুফ হাসান—মাদারীপুরের শিবচরের প্রবাসী বেলাল মোল্লার ছোট ছেলে। তার মা বলেন,

“সন্তানের এমন সাফল্য আমাদের জন্য আল্লাহর বড় নেয়ামত। আমরা চাই, সে ইসলামি জ্ঞান অর্জন করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করুক।”

হাফেজ আব্দুর রহমানের বাবা নাটোর সদরের জাঠিয়ান গ্রামের সেন্টু মিয়া বলেন,

“আমার সন্তানের এই অর্জন আমাদের পরিবারের জন্য গর্বের। অল্প বয়সে কোরআন হিফজ করা আল্লাহর অশেষ রহমত। আমি দোয়া করি, সে যেন সারা জীবন কোরআনের আলোয় পথ চলে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।”