শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, মাঘ ১৮ ১৪৩২, ১২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

প্রযুক্তি

‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক!

 প্রকাশিত: ১৪:৩৪, ৩১ জানুয়ারি ২০২৬

‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ একদল বিনিয়োগকারীর হাতে টিকটকের মার্কিন কার্যক্রমের মালিকানা যাওয়ার পর থেকেই দেশটিতে অ্যাপটি ডিলিট বা মুছে ফেলার হিড়িক পড়েছে।

বাজার বিশ্লেষক কোম্পানি ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুসারে, গত সপ্তাহে মালিকানা পরিবর্তনের পর থেকে যুক্তরাষ্ট্রে টিকটক আনইনস্টলের হার বেড়ে প্রায় ১৫০ শতাংশ হয়েছে।

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, টিকটকের মালিকানা চীনা কোম্পানি বাইটড্যান্স-এর কাছ থেকে এখন মার্কিন সফটওয়্যার কোম্পানি ‘ওরাকল’-এর প্রধান ল্যারি এলিসনের মতো ট্রাম্প ঘনিষ্ঠদের হাতে চলে যাওয়ায় ব্যবহারকারীদের মধ্যে ‘সেন্সরশিপ’ বা বাক-স্বাধীনতায় হস্তক্ষেপের ভয় কাজ করছে।

অনেকেই ধারণা করছেন, নতুন এ মালিকানা কাঠামোর কারণে অ্যাপটিতে কনটেন্ট নিয়ন্ত্রণ করা হতে পারে।

এ সপ্তাহে দেখা গেছে, ট্রাম্পের সমালোচনা করা ভিডিও বা মিনিয়াপোলিসে ইমিগ্রেশন পুলিশের অভিযান নিয়ে তৈরি বিভিন্ন ভিডিও কোনো ভিউ বা দর্শক পাচ্ছে না, এমনকি মেসেজের ক্ষেত্রে ‘এপস্টিন’-এর মতো শব্দগুলোও ব্লক বা আটকে দেওয়া হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, মালিকানা পরিবর্তনের পর থেকে টিকটক ইচ্ছাকৃতভাবে কোনো কনটেন্ট সেন্সর করছে কি না তা নিয়ে তদন্ত শুরু করবেন তিনি। এমনটি সত্যি হলে তা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটির আইনের লঙ্ঘন হতে পারে।

এ নিয়ে টিকটক কর্তৃপক্ষ দায় স্বীকার করে নিলেও এর জন্য ‘সার্ভারজনিত কারিগরি সমস্যা’কে দায়ী করেছে কোম্পানিটি।

টিকটকের একজন মুখপাত্র বলেছেন, ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ ও সাজাপ্রাপ্ত অপরাধী জেফরি এপস্টিনের নাম শেয়ারের বিষয়ে অ্যাপটিতে বিশেষ কোনো নিষেধাজ্ঞা বা নিয়ম নেই।

ওই মুখপাত্র আরও বলেছেন, সমস্যাটি চিহ্নিত করেছেন তারা এবং যেসব ব্যবহারকারী সমস্যায় পড়েছেন তাদের জন্য তা দ্রুত সমাধানের চেষ্টা করছেন।

এক বিবৃতিতে টিকটক বলেছে, “যুক্তরাষ্ট্রে আমাদের পার্টনার ডেটা সেন্টারে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বড় ধরনের পরিকাঠামো বা নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছে, যা আমরা সারিয়ে তোলার চেষ্টা করছি।

“যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখনও অ্যাপটি ব্যবহারে কিছু যান্ত্রিক সমস্যার মুখে পড়তে পারেন, বিশেষ করে নতুন কোনো ভিডিও বা কনটেন্ট পোস্টের সময় এমনটি হতে পারে।”

তবে কারিগরি সমস্যার বাইরেও টিকটকের নতুন প্রাইভেসি নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। তাদের দাবি, অ্যাপটি এমন সব সংবেদনশীল তথ্য চাইছে, যা পরবর্তীতে ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।

টিকটকের নতুন নীতিমালায় ব্যবহারকারীর ‘যৌন জীবন বা যৌন অভিমুখিতা, ট্রান্সজেন্ডার বা নন-বাইনারি পরিচয় ও নাগরিকত্ব বা অভিবাসন সংক্রান্ত তথ্য’ চাওয়া হচ্ছে।

তবে, পুরনো রেকর্ড বা আর্কাইভ ঘেঁটে দেখা গেছে, অ্যাপটি যখন বাইটড্যান্সের অধীনে ছিল তখনও ঠিক একই ধরনের ভাষা ও শর্তাবলী ব্যবহৃত হত।

এদিকে, টিকটকের নতুন মালিকপক্ষকে ঘিরে এ আশঙ্কার কারণে এর প্রতিদ্বন্দ্বী বিভিন্ন অ্যাপের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে।

গত কয়েক দিনে ‘স্কাইলাইট’ ও ‘আপস্ক্রোলড’-এর মতো বিভিন্ন অ্যাপের ডাউনলোড ও ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকহারে বেড়েছে।