রোজা ও রমজান: পর্ব-১৯ বিষয়:যারা রোজা রেখেও সওয়াব থেকে বঞ্চিত

এমন মুসলমান যারা সিয়াম পালন করেন কিন্তু মহান আল্লাহকে খুশি করার জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্য, কিংবা সমাজের মানুষের সমালোচনা থেকে বাচার জন্য। তাদের ব্যাপারে হাদীসে এসেছে-
رُبَّ صَائِم لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوْعُ، وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ
‘অনেক সিয়াম পালনকারী আছে যারা সিয়াম পালনে শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কোন লাভ নেই। আবার অনেক তারাবীহ এবং তাহাজ্জুদ সালাত আদায়কারী আছে যাদের তারাবীহ এবং তাহাজ্জুদ সালাত রাত্রি জাগরণ ছাড়া আর কোনো লাভ নেই। অর্থাৎ এদের সালাত, সিয়াম, তারাবীহ এবং তাহাজ্জুদ মহান আল্লাহর কাছে কবুল হবে না। সুনানু ইবনে মাযাহ, হাদীস-১৬৯০; হাদীসটি সহীহ
মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470