রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

ব্রেকিং

ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

মতামত

৩০০ আসন ভাগাভাগি হয়ে গেলে আর নির্বাচনের দরকার কী!

 প্রকাশিত: ১৬:২০, ১২ নভেম্বর ২০২৫

৩০০ আসন ভাগাভাগি হয়ে গেলে আর নির্বাচনের দরকার কী!

বর্তমানে বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। শোনা যাচ্ছে আরেক বৃহৎ দল জামায়াতে ইসলামী বিএনপির সাথে নির্বাচনি আসন নিয়ে কথা বলছে। যেহেতু তারা বিরোধী আসনে বসতে চান না, তাহলে আসন ভাগাভাগির বিষয়টি প্রায় নিশ্চিত। আরও একটি নতুন এবং আলোচিত দলও বিএনপির সাথে আসন নিয়ে কথা বলছে। আর জমিয়তের বিষয়টি তো চাউর আছেই। যদিও এই সুরে সংসদীয় আসন নিয়ে জামায়াতের হতাশার আভাস পাওয়া যাচ্ছে, তথাপি তাদের কিছু আসন আছে যেগুলোতে তারা জিতবেন। কিন্তু আসন সংখ্যা ভারী করতেই তাদের এই উদ্যোগ। তবে তাদের সঙ্গীদের হালত কী হবে বলতে পারবো না।

যদি বিএনপি ২০০ আসন তাদের হাতে রাখে এবং জামায়াতকে ৫০টি, নতুন দলকে বিশটা এবং নিবন্ধিত অন্যান্য দলকে কমপক্ষে একটা করে দিয়ে দেয়, এভাবে ৩০০ আসন ভাগাভাগি হয়ে গেলে কোটি কোটি টাকা খরচ করে, মারামারির ঝুঁকি নিয়ে নির্বাচন করার দরকার কী? সকল দল একটা কাগজে সই করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিলেই হলো যে, আমরা ঐকমত্যে পৌঁছে গেছি, আমাদের গেজেট প্রকাশ করুন এবং শপথের ব্যবস্থা নিন।

এভাবে ঐকমত্যের কমিশন, ঐকমত্যের সংস্কার, ঐকমত্যের সংসদ এবং ঐকমত্যের সরকার গঠন হলে বিশ্ব আমাদের সৃজনশীলতা দেখবে। হয়তো আমরা সবার কাছে অনুকরণীয় হয়ে যেতে পারি।

এমতাবস্থায় জমিয়ত পাঁচ সাতটা আসনের প্রত্যাশা না করে জামায়াত জোটের বাকিদের নিয়ে কথিত ইসলামি স্রোত তৈরি করতে পারে। শায়খুল হাদীস ওবায়দুল্লাহ্ ফারুক, পীর সাহেব চরমোনাই ও মাওলানা মামুনুল হক এক মঞ্চে উঠে প্রচারণা শুরু করলে দেশে আবার নুতন সুর উঠতে পারে। ভেজাল ইসলাম ও ভেজাল রাজনীতি থেকেও জাতি মুক্তি পেতে পারে। আমাদের পজিশনের নয়, অপজিশনের আসনে বসতে অসুবিধা কী? এতে আমাদের একটা স্বকীয়তা ফুটে উঠতে পারে।