সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, পৌষ ৭ ১৪৩২, ০২ রজব ১৪৪৭

ব্রেকিং

হাদির খুনি দেশের বাইরে চলে যাওয়ার নির্ভরযোগ্য তথ্য নেই: পুলিশ হাইকমিশনে বিক্ষোভের ঘটনায় দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার হাদি হত্যা: সরকার কী পদক্ষেপ নিয়েছে, জানতে চায় ইনকিলাব মঞ্চ হাদি হত্যা: সিবিউন ও সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা: ইসি বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে দুই শিশুর মৃত্যু আইনশৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগের দাবিতে চেম্বারে তালা তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়: সালাহউদ্দিন ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরীতে: ৩ জনের মৃত্যু ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত হাদির সমাধিস্থল নিয়ে ছড়ানো ছবি বানোয়াট-উদ্দেশ্যপ্রণোদিত গাজার ধ্বংসস্তূপে একদিনে মিলল ৯৪ জনের দেহাবশেষ ভেনেজুয়েলা উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের দায় ইউক্রেন ও এর মিত্রদের : পুতিন পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

ইসলাম

বড়দের বিনয়

 প্রকাশিত: ২১:১৮, ১৭ ডিসেম্বর ২০২২

বড়দের বিনয়

শায়খুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী হাফিযাহুল্লাহ। বিশ্ববরেণ্য শীর্ষ আলেমেদ্বীন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জরিপে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে যার নাম বারবার উঠে এসেছে। জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ পাণ্ডিত্য, দীন ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ হওয়ার পাশাপাশি চারিত্রিক বিনয় তাঁর অন্যতম বৈশিষ্ট্য।

সম্প্রতি ‘যমযম পাবলিশারস’ একটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বইটি মূলত মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ এর বিভিন্ন সময়ে লেখা ইলমী আলোচনা সম্বলিত মূল্যবান চিঠি-পত্রের সংকলন।

লাইব্রেরি কর্তৃপক্ষ নিজেদের পক্ষ থেকে সংকলনটির নাম দেয় ‘মাকাতীবে শায়খুল ইসলাম’। এরপর তারা তা প্রকাশের অনুমতি চেয়ে মুফতী সাহেবের কাছে লিখিত আবেদন জানায়।
তাদের আবেদনের জবাবে মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ লেখেন,
যেহেতু এসকল চিঠিপত্রে নিরেট ইলমী আলোচনাই স্থান পেয়েছে, অতএব তা প্রকাশে কোনো অসুবিধা মনে হচ্ছে না। তবে বইয়ের নাম ‘মাকাতীবে শায়খুল ইসলাম’ দেখে মানুষের মনে ঐসকল বুযুর্গদের খেয়াল আসবে, যারা প্রকৃত অর্থেই ‘শায়খুল ইসলাম’ ছিলেন। এক্ষেত্রে তাদের মনে আমার মত অধমের কথা আসবে না, জোরজবরদস্তি করে যার সাথে এই উপাধি জুড়ে দেওয়া হয়েছে। অতএব বইয়ের নাম পরিবর্তন করে ‘মুফীদ ইলমী মাকাতীব’ বা এধরনের কোনো নাম রাখলে ভালো হবে। আল্লাহ পাক আপনাদের সর্বোত্তম বিনিময় দান করুন।

মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ