বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, পৌষ ২৩ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

ব্রেকিং

অসত্য সংবাদ প্রকাশে আদালত অবমাননার দায় নিতে হবে: সুপ্রিম কোর্ট চুয়াডাঙ্গায় হিমশীতল বাতাসে কাহিল জনজীবন, তাপমাত্রা ৭.৫ ‘সাবেক কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায়’ হাদিকে হত্যা, অভিযোগপত্রে আসামি ১৭ এলপিজির ঘাটতি নেই, কারসাজি আছে: উপদেষ্টা আইপিএল থেকে মুস্তাফিজ বাদ: প্রতিক্রিয়া নিউটনের সূত্রের মত হয়েছে, বললেন অর্থ উপদেষ্টা নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ব্রুকলিনের কুখ্যাত এমডিসি কারাগারে বন্দি মাদুরো দম্পতি আজ প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে মিত্রদের বৈঠক মাদুরো ক্ষমতাচ্যুত, তবু সেনাবাহিনী অনুগত: নির্বাসিত কর্মকর্তারা রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ১০ জেলায় শৈতপ্রবাহ পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৮.৬ ডিগ্রিতে ‘ঐতিহাসিক মুহূর্ত’: লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন আদালতে মাদুরো বললেন—আমি সৎ মানুষ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ

ইসলাম

বড়দের বিনয়

 প্রকাশিত: ২১:১৮, ১৭ ডিসেম্বর ২০২২

বড়দের বিনয়

শায়খুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী হাফিযাহুল্লাহ। বিশ্ববরেণ্য শীর্ষ আলেমেদ্বীন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জরিপে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে যার নাম বারবার উঠে এসেছে। জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ পাণ্ডিত্য, দীন ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ হওয়ার পাশাপাশি চারিত্রিক বিনয় তাঁর অন্যতম বৈশিষ্ট্য।

সম্প্রতি ‘যমযম পাবলিশারস’ একটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বইটি মূলত মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ এর বিভিন্ন সময়ে লেখা ইলমী আলোচনা সম্বলিত মূল্যবান চিঠি-পত্রের সংকলন।

লাইব্রেরি কর্তৃপক্ষ নিজেদের পক্ষ থেকে সংকলনটির নাম দেয় ‘মাকাতীবে শায়খুল ইসলাম’। এরপর তারা তা প্রকাশের অনুমতি চেয়ে মুফতী সাহেবের কাছে লিখিত আবেদন জানায়।
তাদের আবেদনের জবাবে মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ লেখেন,
যেহেতু এসকল চিঠিপত্রে নিরেট ইলমী আলোচনাই স্থান পেয়েছে, অতএব তা প্রকাশে কোনো অসুবিধা মনে হচ্ছে না। তবে বইয়ের নাম ‘মাকাতীবে শায়খুল ইসলাম’ দেখে মানুষের মনে ঐসকল বুযুর্গদের খেয়াল আসবে, যারা প্রকৃত অর্থেই ‘শায়খুল ইসলাম’ ছিলেন। এক্ষেত্রে তাদের মনে আমার মত অধমের কথা আসবে না, জোরজবরদস্তি করে যার সাথে এই উপাধি জুড়ে দেওয়া হয়েছে। অতএব বইয়ের নাম পরিবর্তন করে ‘মুফীদ ইলমী মাকাতীব’ বা এধরনের কোনো নাম রাখলে ভালো হবে। আল্লাহ পাক আপনাদের সর্বোত্তম বিনিময় দান করুন।

মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ