শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬, পৌষ ১৯ ১৪৩২, ১৩ রজব ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলায় ৮৮ ভিন্নমতাবলম্বীর মুক্তি নববর্ষে প্রাণঘাতী ড্রোন হামলায় ২০ জন নিহতের ঘটনায় ইউক্রেন দায়ী: রাশিয়া ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংঘর্ষে নিহত ৬ ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ বিএনপি আমলে র‌্যাবকে ‘রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি’, দাবি বাবরের সঞ্চয়পত্রে মুনাফার সর্বোচ্চ সীমা কমলো আওয়ামী লীগ থেকে এসে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের: জামায়াতের লতিফুর রংপুর-১: জাপা প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা, ভাঙচুর ২৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক নিউ ইয়র্কের মেয়র হিসেবে কোরান ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি পাবলিক প্লেসে ধূমপান-তামাক সেবনে জরিমানা ২ হাজার ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮

ইসলাম

বড়দের বিনয়

 প্রকাশিত: ২১:১৮, ১৭ ডিসেম্বর ২০২২

বড়দের বিনয়

শায়খুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী হাফিযাহুল্লাহ। বিশ্ববরেণ্য শীর্ষ আলেমেদ্বীন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জরিপে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে যার নাম বারবার উঠে এসেছে। জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ পাণ্ডিত্য, দীন ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ হওয়ার পাশাপাশি চারিত্রিক বিনয় তাঁর অন্যতম বৈশিষ্ট্য।

সম্প্রতি ‘যমযম পাবলিশারস’ একটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বইটি মূলত মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ এর বিভিন্ন সময়ে লেখা ইলমী আলোচনা সম্বলিত মূল্যবান চিঠি-পত্রের সংকলন।

লাইব্রেরি কর্তৃপক্ষ নিজেদের পক্ষ থেকে সংকলনটির নাম দেয় ‘মাকাতীবে শায়খুল ইসলাম’। এরপর তারা তা প্রকাশের অনুমতি চেয়ে মুফতী সাহেবের কাছে লিখিত আবেদন জানায়।
তাদের আবেদনের জবাবে মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ লেখেন,
যেহেতু এসকল চিঠিপত্রে নিরেট ইলমী আলোচনাই স্থান পেয়েছে, অতএব তা প্রকাশে কোনো অসুবিধা মনে হচ্ছে না। তবে বইয়ের নাম ‘মাকাতীবে শায়খুল ইসলাম’ দেখে মানুষের মনে ঐসকল বুযুর্গদের খেয়াল আসবে, যারা প্রকৃত অর্থেই ‘শায়খুল ইসলাম’ ছিলেন। এক্ষেত্রে তাদের মনে আমার মত অধমের কথা আসবে না, জোরজবরদস্তি করে যার সাথে এই উপাধি জুড়ে দেওয়া হয়েছে। অতএব বইয়ের নাম পরিবর্তন করে ‘মুফীদ ইলমী মাকাতীব’ বা এধরনের কোনো নাম রাখলে ভালো হবে। আল্লাহ পাক আপনাদের সর্বোত্তম বিনিময় দান করুন।

মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ