বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, মাঘ ৯ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

‘মানবতাবিরোধী অপরাধ’: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন, ‘সম্ভবত তাই’ উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট করা হয়েছে: তারেক রহমান নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম জঙ্গল ছলিমপুরে র‌্যাব সদস্য নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ নির্বাচনে প্রার্থীদের ঋণের বোঝা ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা নির্বাচন: ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন ইয়েমেনে সরকারপন্থী বহরে হামলা, নিহত ৫ শ্বশুরবাড়ি গিয়ে ভোট চাইলেন তারেক রহমান ভোটে ৫১ দল: ধানের শীষের ২৮৮ প্রার্থী, দাঁড়িপাল্লার ২২৪ আড়াই লাখ টাকা ছাড়াল সোনার ভরি যুক্তরাষ্ট্র ‘বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির’ মধ্য দিয়ে যাচ্ছে: ট্রাম্প ইউরোপকে আরও কঠোর হতে হবে : ইইউ প্রধান ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু

ইসলাম

বড়দের বিনয়

 প্রকাশিত: ২১:১৮, ১৭ ডিসেম্বর ২০২২

বড়দের বিনয়

শায়খুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী হাফিযাহুল্লাহ। বিশ্ববরেণ্য শীর্ষ আলেমেদ্বীন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জরিপে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে যার নাম বারবার উঠে এসেছে। জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ পাণ্ডিত্য, দীন ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ হওয়ার পাশাপাশি চারিত্রিক বিনয় তাঁর অন্যতম বৈশিষ্ট্য।

সম্প্রতি ‘যমযম পাবলিশারস’ একটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বইটি মূলত মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ এর বিভিন্ন সময়ে লেখা ইলমী আলোচনা সম্বলিত মূল্যবান চিঠি-পত্রের সংকলন।

লাইব্রেরি কর্তৃপক্ষ নিজেদের পক্ষ থেকে সংকলনটির নাম দেয় ‘মাকাতীবে শায়খুল ইসলাম’। এরপর তারা তা প্রকাশের অনুমতি চেয়ে মুফতী সাহেবের কাছে লিখিত আবেদন জানায়।
তাদের আবেদনের জবাবে মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ লেখেন,
যেহেতু এসকল চিঠিপত্রে নিরেট ইলমী আলোচনাই স্থান পেয়েছে, অতএব তা প্রকাশে কোনো অসুবিধা মনে হচ্ছে না। তবে বইয়ের নাম ‘মাকাতীবে শায়খুল ইসলাম’ দেখে মানুষের মনে ঐসকল বুযুর্গদের খেয়াল আসবে, যারা প্রকৃত অর্থেই ‘শায়খুল ইসলাম’ ছিলেন। এক্ষেত্রে তাদের মনে আমার মত অধমের কথা আসবে না, জোরজবরদস্তি করে যার সাথে এই উপাধি জুড়ে দেওয়া হয়েছে। অতএব বইয়ের নাম পরিবর্তন করে ‘মুফীদ ইলমী মাকাতীব’ বা এধরনের কোনো নাম রাখলে ভালো হবে। আল্লাহ পাক আপনাদের সর্বোত্তম বিনিময় দান করুন।

মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ