মোংলায় এনসিপির মামলার প্রতিবাদে বিএনপির থানা ঘেরাও

থানা ঘেরাও করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা
বাগেরহাটের মোংলায় পৌর বিএনপির ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দায়ের করা মামলার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২১ মে) বিকেলে মোংলা থানা ঘেরাও করে বিএনপি নেতারা দাবি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে লাগাতার কর্মসূচির মাধ্যমে মোংলা বন্দর অচল করে দেওয়া হবে। একইসঙ্গে তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় বিএনপি নেবে না।
থানা ঘেরাও কর্মসূচির আগে দুপুরে স্থানীয় বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন এবং বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই এনসিপির মাধ্যমে এ মামলা করানো হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, বুধবার রাতের মধ্যে বিএনপির পক্ষ থেকে এনসিপির বিরুদ্ধে দেওয়া পাল্টা মামলাটি রেকর্ড করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
এক বিএনপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। তবে প্রশাসন যদি পক্ষপাতিত্ব করে, তাহলে আমাদের কর্মসূচি আর শান্তিপূর্ণ থাকবে না। মোংলা বন্দর অচল হলে দায় নিতে হবে প্রশাসনকেই।”
উল্লেখ্য, মঙ্গলবার (২০ মে) রাতে মোংলা থানায় এনসিপি কর্তৃক পৌর বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যা নিয়ে বিএনপি মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।