জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে, গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত গণতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের সম্ভাবনার মাঝেও একটি ‘কালো ছায়া’ নেমে এসেছে। জনগণের ভোটাধিকার ও অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে এবং গোত্রভেদে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
সরকারের ভেতরে অনুপ্রবেশ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু মানুষ সরকারের ভেতরে প্রবেশ করে দেশকে অন্য দিকে নিয়ে যেতে চায়।’
এমন পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে আট দিনব্যাপী কর্মসূচি শুরু হবে। ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিত হবে তরুণ নেতাদের সমাবেশ। ২৯ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।