সেন্ট্রাল রোডে তরুণকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল: ভুক্তভোগী বিএনপি কর্মী

সেন্ট্রাল রোডে এক তরুণকে কুপিয়ে জখমের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একটি মুহূর্ত।
রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্য সড়কে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গাড়ি চলাচলরত ও লোকজনের আনাগোনার মধ্যেই তিনজন মিলে ওই যুবককে এলোপাতাড়ি কোপাচ্ছেন। হামলার পর একজন মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনাটি ঘটেছে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে, ভূতের গলির প্রবেশমুখে। ভুক্তভোগীর নাম সাইফ হোসেন মুন্না, যিনি বিএনপির কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ডের কর্মী। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
পুলিশ জানায়, কাজ শেষে বাসায় ফেরার সময় সাইফ হোসেনকে থামান মামুন নামে একজন। পরে মোটরসাইকেলে করে এম সি শুভ ও রানা এসে হামলায় অংশ নেন। মোবারক নামে আরেকজনও আরেকটি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে উপস্থিত হন। মামুন প্রথমে সাইফকে মাটিতে ফেলে দেন, এরপর শুভ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে অন্যরাও তাতে অংশ নেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার না হলেও জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।