গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারালেন ৮০ ফিলিস্তিনি

গাজার জাবালিয়ায় দখলদার ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তূপ সরাচ্ছেন সাধারণ মানুষ -আনাদোলু
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সাম্প্রতিকতম বর্বর হামলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন ফিলিস্তিনি। আজ বুধবার (১৩ মে) ভোর থেকে শুরু হওয়া এই দমন-পীড়নে সবচেয়ে বেশি হতাহত হয়েছে গাজার উত্তরাঞ্চলে, যেখানে নিহতের সংখ্যা ৫৯।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “আজ ভোর থেকে ইসরায়েলি বোমা হামলায় শহীদ হয়েছেন ৮০ জন, যাদের মধ্যে ৫৯ জনই গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা।”
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে জীবনের চিহ্ন খুঁজছেন সাধারণ মানুষ।
ইসরায়েল গাজায় গত দুই মাসেরও বেশি সময় ধরে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে সেখানকার লাখো মানুষ অনাহারে, খাদ্য, পানি ও ওষুধের মারাত্মক সংকটে দিন কাটাচ্ছেন। মানবিক এই বিপর্যয়ের মধ্যেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে, যা মৃত্যু আর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
অপরদিকে, যুক্তরাষ্ট্র গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জেমস বেইস দোহা থেকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ কাতারের রাজধানীতে কাতারি কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় রয়েছেন। তিনি এ সময় সঙ্গে করে কিছু ইসরায়েলি জিম্মির আত্মীয়দেরও এনেছেন, যারা কাতারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।
স্টিভ উইটকোফ জানান, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে, তবে অগ্রগতির মাত্রা এখনও স্পষ্ট নয়।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগ্রাসী মনোভাব যুদ্ধ থামানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি সাফ জানিয়েছেন, যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনা তার নেই, যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে।