দুর্নীতির অভিযোগে হাসিনার উপদেষ্টার ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক, স্ত্রী ও মেয়ে। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক এবং মেয়ে নুরিন সিদ্দিকের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনের দায়িত্বে ছিলেন সংস্থার উপপরিচালক মো. মনিরুল ইসলাম।
দুদক জানায়, সংশ্লিষ্ট ১৩টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে, যা অনুসন্ধানাধীন দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
এর আগে, চলতি বছরের ২৭ জানুয়ারি, দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক।
এ মামলাগুলোতে অভিযোগ করা হয়, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, অতিরিক্ত ব্যয় দেখানো এবং মিথ্যা বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করা হয়েছে।
দুদক সূত্র জানায়, তদন্ত চলমান রয়েছে এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।