শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ইসলাম

দুধ সম্পর্কিত মামাতো বোনকে বিয়ের মাসায়েল

 প্রকাশিত: ০৫:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩

দুধ সম্পর্কিত মামাতো বোনকে বিয়ের মাসায়েল

১৩৯১. প্রশ্ন
আমার এক বন্ধু জন্মের তিন মাস পর তার মা অসুস্থ হওয়ার কারণে কিছু দিন তার নানীর দুধ পান করে। এখন সে তার এক মামাতো বোনকে বিবাহ করতে চাচ্ছে। কিন্তু এলাকার অনেকেই এই বলে বাধা দিচ্ছে যে, তার জন্য তার মামাতো বোনকে বিবাহ করা জায়েয নয়। আবার কেউ কেউ বলছেন যে, এই বিবাহে কোনো সমস্যা নেই। প্রশ্ন হল, কাদের বক্তব্য সঠিক? আমার বন্ধু কি তার মামাতো বোনকে বিবাহ করতে পারবে?

উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধু তার মামাতো বোনকে বিবাহ করতে পারবে না। নানীর দুধ পান করার কারণে তার মামা তার দুধ ভাই হয়ে গেছে। ফলে মামাতো বোন তার দুধ সম্পর্কীয় ভাতিজী। তাই যারা এই বিবাহ নাজায়েয বলেছে তাদের বক্তব্যই সঠিক।

-সহীহ বুখারী হাদীস ৫১০০; তাফসীরে কুরতুবী ৫/৫২; বাদায়েউস সানায়ে ৩/৩৯৬; আলমাবসূত সারাখসী ৫/১৩৩

আলকাউসার

মন্তব্য করুন: