রূপপুর পারমাণবিক প্রকল্প পরিচালকের অপসারণের দাবিতে কর্মকর্তাদের বিক্ষোভ

রূপপুর প্রকল্প পরিচালকের অপসারণ দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।
কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, প্রকল্প পরিচালক জাহেদুল হাছান স্বেচ্ছাচারী ও দুর্নীতিপরায়ণভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাঁরা জানান, জাহেদুল একাধিক পদে থেকে ক্ষমতার অপব্যবহার করছেন এবং প্রতিষ্ঠানে কোনো সার্ভিস রুল বা অর্গানোগ্রাম এখনো নেই। দাবি পূরণ না করায় অনেককে হয়রানিমূলক নোটিশও দেওয়া হয়েছে।
বিক্ষোভ শেষে তাঁরা এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। সেখানে বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত জনবল থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে অপারেশন চুক্তির পাঁয়তারা চলছে। এ ছাড়া, প্রতিষ্ঠানে বেতন বৈষম্য, পদোন্নতির অভাব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন কর্মকর্তারা।
অভিযোগ অস্বীকার করে পরিচালক জাহেদুল হাছান জানান, তিনি মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছেন এবং ২০ দিন পর অবসরে যাবেন। তিনি বলেন, কিছু অনৈতিক দাবি পূরণ না করায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।