অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

তীব্র দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, জনমনে প্রশান্তি ফিরেছে
টানা তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামে রাজধানীতে। রোববার (১১ মে) রাত ৮টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া যায়।
সন্ধ্যার পর থেকেই রাজধানীর কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। বাতাসের শীতল স্পর্শেই মানুষ কিছুটা স্বস্তি পেতে শুরু করে। রাত সোয়া আটটার দিকে আকাশে গর্জন ও বিদ্যুৎ চমক দেখা যায়। এর কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি, যা জনজীবনে সাময়িক প্রশান্তি বয়ে আনে।
এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দেশের ছয়টি জেলায় ঝড় ও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।