পারমাণবিক ব্ল্যাকমেইল বরদাশত নয়: পাকিস্তানকে মোদীর কড়া হুঁশিয়ারি

“পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেব না”—জাতির উদ্দেশে কড়া বার্তা মোদীর।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত করা হলেও ভবিষ্যতে পদক্ষেপ নির্ভর করবে ইসলামাবাদের আচরণের ওপর।
তিনি বলেন, ভারত কোনো অবস্থাতেই পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না। এমন হুমকি ও চাপ ভারতকে দমাতে পারবে না।
নরেন্দ্র মোদী আরও বলেন, “সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলে না। আর রক্ত ও পানি কখনো একসঙ্গে প্রবাহিত হতে পারে না।” তিনি জানান, ভারত পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কাশ্মীর ইস্যুতে ভারতীয় অবস্থান স্পষ্ট করে মোদী বলেন, “কাশ্মীর নিয়ে আলোচনার প্রশ্নই ওঠে না। তবে যদি আলোচনার কথা আসে, তা হবে সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার প্রেক্ষিতে।”
২২ মিনিটের ভাষণে তিনি পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন এবং বলেন, “একদিন এই সন্ত্রাসই তোমাদের ধ্বংস করে দেবে।”