মঙ্গলবার ১৩ মে ২০২৫, বৈশাখ ২৯ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

পারমাণবিক ব্ল্যাকমেইল বরদাশত নয়: পাকিস্তানকে মোদীর কড়া হুঁশিয়ারি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:০০, ১২ মে ২০২৫

পারমাণবিক ব্ল্যাকমেইল বরদাশত নয়: পাকিস্তানকে মোদীর কড়া হুঁশিয়ারি

“পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেব না”—জাতির উদ্দেশে কড়া বার্তা মোদীর।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত করা হলেও ভবিষ্যতে পদক্ষেপ নির্ভর করবে ইসলামাবাদের আচরণের ওপর।

তিনি বলেন, ভারত কোনো অবস্থাতেই পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না। এমন হুমকি ও চাপ ভারতকে দমাতে পারবে না।

নরেন্দ্র মোদী আরও বলেন, “সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলে না। আর রক্ত ও পানি কখনো একসঙ্গে প্রবাহিত হতে পারে না।” তিনি জানান, ভারত পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কাশ্মীর ইস্যুতে ভারতীয় অবস্থান স্পষ্ট করে মোদী বলেন, “কাশ্মীর নিয়ে আলোচনার প্রশ্নই ওঠে না। তবে যদি আলোচনার কথা আসে, তা হবে সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার প্রেক্ষিতে।”

২২ মিনিটের ভাষণে তিনি পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন এবং বলেন, “একদিন এই সন্ত্রাসই তোমাদের ধ্বংস করে দেবে।”