সোমবার ১২ মে ২০২৫, বৈশাখ ২৯ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

রাজনীতি

কমিটি মেয়াদোত্তীর্ণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিলুপ্ত শরীয়তপুর যুবদল

 প্রকাশিত: ২২:৩৬, ১১ মে ২০২৫

কমিটি মেয়াদোত্তীর্ণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিলুপ্ত শরীয়তপুর যুবদল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল।
রোববার (১১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, ২০১৭ সালে আরিফুর রহমান মোল্লাকে সভাপতি এবং জামাল উদ্দিন বিদ্যুৎকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ৮ বছর ধরে এই কমিটি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
যদিও কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে, তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সম্পর্কে কোনো ধারণা নেই বলে দাবি করেছেন কমিটির দুই শীর্ষ নেতা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডের কারণে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।"
এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে গৃহীত হয়।
বিলুপ্তির ঘোষণা আসে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক দলীয় প্যাডে।

বিলুপ্তি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন,
"পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করছি। জেলা যুবদলকে ঢেলে সাজানো এবং শক্তিশালী করতেই কেন্দ্রীয় কমিটি এ পদক্ষেপ নিয়েছে। আশা করছি, অতি দ্রুত নতুন কমিটি গঠন করা হবে।"

এদিকে সভাপতি আরিফুর রহমান মোল্লা বলেন, “কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। সেক্ষেত্রে আরও আগেই ভেঙে দেওয়া উচিত ছিল। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত কোনো তথ্য আমাদের জানা নেই। কেন্দ্রীয় কমিটির কাছে কী বিষয় ধরা পড়েছে, সেটি তারাই ভালো বলতে পারবে।”