পাকিস্তানের সঙ্গে কেবল সামরিক আলোচনা চালাবে ভারত: হিন্দুস্তান টাইমস

ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা (ডিজিএমও) একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে দুই দেশের মধ্যকার সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ ও পাকিস্তানের জিও টিভি।
টেলিফোনে কথোপকথনের সময় দুই দেশের সামরিক কমান্ডাররা যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেন। আলোচনায় আন্তর্জাতিক সীমান্ত, নিয়ন্ত্রণ রেখায় (LoC) শান্তি রক্ষা এবং ড্রোন-সম্পর্কিত নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো উঠে আসে। উভয় পক্ষ আগামীতে আরও আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে এবং অদূর ভবিষ্যতে আলোচনার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সম্প্রতি ভারতের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে, যা সামরিক সংঘর্ষে রূপ নেয়। ৭ মে রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ চালু করে এবং পাকিস্তানে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ নামে প্রতিরোধমূলক সামরিক পদক্ষেপ নেয়।পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে ১০ মে নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়। সমুদ্র, আকাশ ও স্থলে সমস্ত যুদ্ধ এবং গুলি বিনিময় বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এর কয়েক ঘণ্টা পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। তবে ১১ মে রাত এবং ১২ মে সোমবার সারাদিন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে শান্তি বিরাজ করে।
হিন্দুস্তান টাইমস-এর সূত্র জানিয়েছে, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কেবল সামরিক পর্যায়েই আলোচনা চালিয়ে যাবে এবং কোনো রাজনৈতিক সংলাপে অংশগ্রহণ করবে না।