সোমবার ১২ মে ২০২৫, বৈশাখ ২৯ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

কাশ্মীরে ৪০ পাকিস্তানি সেনা নিহতের দাবি নয়াদিল্লির

 প্রকাশিত: ২২:০০, ১১ মে ২০২৫

কাশ্মীরে ৪০ পাকিস্তানি সেনা নিহতের দাবি নয়াদিল্লির

পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত। তবে এসব বিমানের ধ্বংসাবশেষ ভারতীয় সীমান্তের বাইরে পড়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ফলে ভূপাতনের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি দেশটির সামরিক বাহিনী।

রোববার (১১ মে) এক সংবাদ সম্মেলনে ভারতের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন—ডিএমজিও) রাজীব ঘাই বলেন, ‘তাদের (পাকিস্তান) বিমানগুলোকে আমাদের সীমান্তের ভেতরে আসতে বাধা দেওয়া হয়েছিল, তাই আমাদের কাছে ধ্বংসাবশেষ নেই। তবে অবশ্যই আমরা কয়েকটি বিমান ভূপাতিত করেছি।’

তিনি জানান, ভারতীয় বাহিনী এখনো এসব অভিযানের ‘প্রযুক্তিগত বিবরণ’ সংগ্রহ করছে।

সংবাদ সম্মেলনে রাজীব ঘাই আরও বলেন, ৭ থেকে ১০ মে তারিখের মধ্যে ভারত ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের মধ্যে বিভাজনকারী লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় ব্যাপক গোলাগুলি ও কামান হামলার ঘটনা ঘটে। এতে পাকিস্তান সেনাবাহিনীর ৩৫ থেকে ৪০ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

একই সময়ে চালানো অভিযানে ১০০ জনের বেশি 'সন্ত্রাসী' নিহত হয়েছে বলেও জানান তিনি। এ সংঘাতে ভারত পাঁচ জন সামরিক সদস্যকে হারিয়েছে বলেও স্বীকার করেন রাজীব ঘাই।

উল্লেখযোগ্য যে, এর আগে পাকিস্তান কর্তৃপক্ষ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।