মঙ্গলবার ১৩ মে ২০২৫, বৈশাখ ২৯ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

সাবেক সেনাপ্রধানের তোপ: "নেতানিয়াহু সেনাদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:২৫, ১২ মে ২০২৫

সাবেক সেনাপ্রধানের তোপ:

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালোন গাজায় চলমান অভিযানকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন।

ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান মোশে ইয়ালোন গাজায় চলমান সামরিক অভিযানকে সরাসরি "যুদ্ধাপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান এয়াল জামিরের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান নেতৃত্ব ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালোন বলেন, “বর্তমান সেনাপ্রধান তাঁর সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন।” তিনি নেতানিয়াহুর উদ্দেশে বলেন, “আপনি সৈন্যদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন, আর বলছেন আপনি শান্তিতে ঘুমান? এই যুদ্ধের দায় কার? আপনি কি সত্যিই নির্ভার মনে ঘুমাতে পারেন?”

ইয়ালোন অভিযোগ করেন, ইসরায়েল হামাসের কাছে বন্দীদের পরিত্যাগ করেছে এবং গাজায় একটি জাতিগত নিধনের অভিযান চালাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি নেতানিয়াহুর মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমান সেনাপ্রধান জামিরকে উদ্দেশ করে তিনি বলেন, “তিনি স্পষ্টভাবে কোনো অবৈধ আদেশ প্রতিহত করছেন না, বরং তাঁর অধীনে সেনাদের যুদ্ধাপরাধ করতে নির্দেশ দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, কট্টরপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভির গাজা দখল করে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করে সেখানে ইহুদি বসতি গড়তে চাচ্ছেন। ইয়ালোন বলেন, “এটা জাতিগত নিধন, স্থানান্তর বা নির্বাসন—যা-ই বলেন না কেন, এটি যুদ্ধাপরাধ।”

নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ এনে তিনি বলেন, “এই যুদ্ধ চলছে ১৯ মাস ধরে—ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য শুধুই ক্ষমতায় টিকে থাকা। এখনো তিনি ৭ অক্টোবরের ঘটনার দায় স্বীকার করেননি, অথচ সেটি ছিল তাঁর দায়।”

সরকারকে একহাত নিয়ে ইয়ালোন বলেন, “এই সরকার আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটি পরিবর্তনের সময় এখনই।”