সোমবার ১২ মে ২০২৫, বৈশাখ ২৯ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা চলছেই, গাজায় আহত ১ লাখ ১৯ হাজারের বেশি

 প্রকাশিত: ২২:৫৩, ১১ মে ২০২৫

ইসরায়েলি হামলা চলছেই, গাজায় আহত ১ লাখ ১৯ হাজারের বেশি

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫২ হাজার ৮২৯ জনে পৌঁছেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

রোববার (১১ মে) প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৯ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছেন। এই নিয়ে চলমান হামলায় আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৫৪ জনে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন। উদ্ধারকারীরা বোমা ও অবরোধের কারণে অনেক স্থানে পৌঁছাতে পারছেন না, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ১৮ মার্চ থেকে ইসরায়েল যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তি লঙ্ঘন করে পুনরায় আক্রমণ শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭২০ জন নিহত এবং ৭ হাজার ৫১৩ জন আহত হয়েছেন।

উল্লেখযোগ্য যে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইসরায়েল এই মুহূর্তে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) একটি গণহত্যা মামলার মুখোমুখি রয়েছে, যার অভিযোগে বলা হয় যে, গাজা উপত্যকায় সংগঠিত হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।