শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

পিতার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব সাব্যস্ত হওয়া

 প্রকাশিত: ১৬:৫১, ২৫ জানুয়ারি ২০২৩

পিতার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব সাব্যস্ত হওয়া

১৩৮৮. প্রশ্ন
এক ব্যক্তির পিতা উপার্জনে অক্ষম হয়ে গেছে। সে তার একমাত্র ছেলেকে সমুদয় সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। এই ছেলে ব্যতিত তার অন্য কোনো সন্তানও নাই। এখন সে সম্পূর্ণরূপে ছেলের উপর নির্ভরশীল।

এখন প্রশ্ন হল, এমতাবস্থায় ছেলের উপর পিতার সদকায়ে ফিতর ওয়াজিব হবে কি না?

উত্তর:
পিতা ছেলের উপর নির্ভরশীল হলেও ছেলের সম্পদ থেকে পিতার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হবে না। বরং পিতার মালিকানায় নেসাব পরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকলে পিতার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। অন্যথায় নয়।

-আলমুহীতুল বুরহানী ৩/৩৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৩; ফাতাওয়া খানিয়া ১/২২৮; আল এখতিয়ার ১/১৩১; রদ্দুল মুহতার ২/৩৬৩

আলকাউসার

মন্তব্য করুন: