শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ইসলাম

রোযা অবস্থায় মুনাজাতের সময় চোখ থেকে এক ফোঁটা অশ্রু মুখে চলে যায় এতে রোযা ভঙ্গ হয়েছে কি?

 আপডেট: ১০:৩৬, ৩ জানুয়ারি ২০২৩

রোযা অবস্থায় মুনাজাতের সময় চোখ থেকে এক ফোঁটা অশ্রু মুখে চলে যায় এতে রোযা ভঙ্গ হয়েছে কি?

১৩৮৪: প্রশ্ন
রোযা অবস্থায় মুনাজাতের  সময় চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। মুখ খোলা থাকায় তা মুখে চলে যায়। প্রশ্ন হল, এতে আমার রোযা ভঙ্গ হয়েছে কি?

উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে রোযাটি নষ্ট হয়নি। কেননা এক-দুই ফোঁটা অশ্রু মুখে গেলে রোযা নষ্ট হয় না।

উল্লেখ্য যে, যদি মুখে এত বেশি পরিমাণ অশ্রু গড়িয়ে পড়ে যে, পুরো মুখে অশ্রুর লবণাক্ততা অনুভূত হয় এবং রোযাদার তা গিলে ফেলে তাহলে সেক্ষেত্রে  রোযা ভেঙ্গে যাবে।

-আলমুহীতুল বুরহানী ৩/৩৪৯-৩৫০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৬৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; রদ্দুল মুহতার ২/৪০৩-৪০৪

মন্তব্য করুন: