মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

ইসলাম

জানাজার নামাজের মাসায়েল

 প্রকাশিত: ০৬:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

জানাজার নামাজের মাসায়েল

১৩৯০. প্রশ্ন
আমাদের গ্রামে মসজিদের বাইরে জানাযার জন্য ভিন্ন জায়গা আছে। কয়েকদিন আগে এক ব্যক্তির জানাযার নামাযের পর লাশ উঠানোর সময় দেখা গেল, খাটিয়ার নিচে কিছু মাটি ভেজা। পরে জানা গেছে যে, সেখানে গরু প্রস্রাব করেছিল। জানতে চাই, এ রকম ক্ষেত্রে আমাদের জানাযার নামায আদায় হয়েছে কি না?

উত্তর:
যে খাটিয়ায় লাশ রাখা হয়েছে তা পাক থাকলে আপনাদের জানাযার নামায আদায় হয়ে গেছে। খাটিয়ার নিচের জায়গাটি নাপাক হলেও অসুবিধা নেই। এ কারণে জানাযা নামায পুনরায় পড়তে হবে না। বরং খাটিয়া পাক থাকলেই জানাযা আদায় হয়ে যাবে। তবে মৃতের সম্মানার্থে খাটিয়া রাখার স্থানও পবিত্র হওয়া চাই।

-আলবাহরুর রায়েক ২/১৭৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৫৬; আননাহরুল ফায়েক ১/৩৯০

আলকাউসার

মন্তব্য করুন: