মঙ্গলবার ১৩ মে ২০২৫, বৈশাখ ৩০ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-১০  বিষয়: রোজা ও রমজানের শিক্ষা তৃতীয় কর্মসূচীঃ মাহে রমযানের শিক্ষা গ্রহণ করা 

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন

 আপডেট: ১৫:২১, ৩১ মার্চ ২০২৩

রোজা ও রমজান: পর্ব-১০  বিষয়: রোজা ও রমজানের শিক্ষা  তৃতীয় কর্মসূচীঃ মাহে রমযানের শিক্ষা গ্রহণ করা 

ইসলাম মানুষের স্বভাব ধর্ম। ইসলামের জীবন বিধানে মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল পরিসরে চূরান্ত সফলতা নিশ্চিত করেছে। এই সফলতার জন্য প্রয়োজন হল ইসলামের বিধান থেকে শিক্ষা নিয়ে প্রথমে নিজের বাস্তব জীবনে তা কার্যকর করা। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইসলামের প্রতিটি বিধান থেকে সঠিক শিক্ষা গ্রহণ করা এবং তা কার্যকর করা। বিশেষ করে হজ¦, সালাত, রমযান ও সিয়াম এবং অন্যান্য বিধান থেকে শিক্ষা গ্রহণ করা প্রতিটি মুমিনের জন্য অত্যান্ত জরুরী। আমরা সংক্ষেপে রমযান ও সিয়ামের কিছু শিক্ষার বিষয়ে আলোচনা করবো। ইনশাআল্লাহ।


রমযানের অন্যতম কর্মসূচী হচ্ছে এই মাসের শিক্ষা গ্রহণ করা। এই মাসে আমরা যে সব শিক্ষা গ্রহণ করতে পারি এর মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে-
১। তাকওয়া অর্জনঃ মাহে রমযান আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য নির্দেশ প্রদান করে এবং বাস্তবমূখী  প্রশিক্ষণ দেয়। মহান আল্লাহ বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
‘হে ঈমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ সূরা বাক্বারা, আয়াত- ১৮৩

 
তাকওয়া সম্পর্কে বিগত অন্যান্য জুমাতে আমরা আলোচনা করেছি, সুযোগ হলে অন্য সময়ে তাকওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে সংক্ষিপ্তভাবে তাকওয়া সম্পর্কে দু-একটি কথা বলতেই হচ্ছে। আর তা হল, সিয়াম পালনের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে তাকওয়ার বাস্তবমূখী  প্রশিক্ষণ দিচ্ছেন। সারাদিন আপনি পরিশ্রম করেছেন, গা থেকে ঝর ঝর করে ঘাম ঝরছে, আপনি পিপাসায় কাতর, খুবই তৃষ্ণার্ত, চরম ক্ষুধার্ত এমন সময় যদি আপনার ঘরে কোনো মানুষ নেই, খাবারের আয়োজনও আছে। আপনি ইচ্ছা করলে পানাহার করতে পারেন। কিন্তু একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন দেখবেন এবং এর জন্য জিজ্ঞাসা করবেন। একারণে আপনি সুযোগ থাকার পরও পানাহার করছেন না। এভাবে দীর্ঘ ত্রিশ দিন পর্যন্ত গলায় পিপাসা, আর পেটের ক্ষুধার যন্ত্রনা সহ্য করেছেন আল্লাহর বিধানকে পালন করার জন্য।

এই প্রশিক্ষণের মাধ্যমে বাকী এগারো মাস যেন আল্লহর সব বিধান সঠিকভাবে পালন করা যায় সেই শিক্ষা অর্জনের জন্য মাহে রমযান। সেই শিক্ষা অর্জনের জন্যই সিয়ামের মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ প্রদান করা হয়েছে। 


মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470