মঙ্গলবার ১৩ মে ২০২৫, বৈশাখ ২৯ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

শিক্ষা

বিএনপি নেতার বিরুদ্ধে কুয়েটের ২ প্রকৌশলীকে হুমকির অভিযোগ

 প্রকাশিত: ২২:৪১, ৩ মার্চ ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে কুয়েটের ২ প্রকৌশলীকে হুমকির অভিযোগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দু’প্রকৌশলী নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, কুয়েটের ১৩ নম্বর ভবনের ছাদের ওপর ওয়াটার প্রুফিংয়ের কাজের সাথে সম্পর্কিত ঠিকাদার মোল্লা সোহাগ ওই প্রকৌশলীদের হুমকি দেন।

কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মো. গোলাম কিবরিয়া লিখিত অভিযোগে জানিয়েছেন, রবিবার দুপুর ৩টার দিকে প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদের ব্যবহৃত ফোন নম্বরে মোল্লা সোহাগ কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তিনি গালিগালাজ বন্ধ করতে বললে, বিএনপি নেতা মোল্লা সোহাগ তাকে মারার হুমকি দেন। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও তিনবার ফোন করে একইভাবে গালিগালাজ ও মারধরের হুমকি দেন।

এ বিষয়ে ভিসির কাছে লিখিত অভিযোগে বলা হয়েছে, ১৩ নম্বর ভবনের রেট নির্ধারণে সরকারি নিয়ম অনুসরণ করে বাজার দরসহ ভ্যাট, আইটি ও ১০ শতাংশ প্রফিট যুক্ত করা হয়। মোল্লা সোহাগ এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং ১০ শতাংশ প্রফিটের পরিবর্তে তাকে আরও বেশি প্রফিট দিতে চাপ দেন। তার সাথে যোগাযোগ করতে বললে, মোবাইল ফোনে তাকে হুমকি প্রদান করেন।

এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভোগা ওই দুই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।