মঙ্গলবার ১৩ মে ২০২৫, বৈশাখ ৩০ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

শিক্ষা

‘সবাই ফেল’ করা প্রতিষ্ঠান বেড়েছে ১০ গুণ

 প্রকাশিত: ১৭:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

‘সবাই ফেল’ করা প্রতিষ্ঠান বেড়েছে ১০ গুণ

 

এ বছর ২০২২ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষায় একজনও পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৫০টি। গত বার এই সংখ্যা ছিল মাত্র ৫টি। সে হিসেবে ১০ গুণ বেড়েছে শূন্য পাস (সবাই ফেল) প্রতিষ্ঠানের সংখ্যা।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

জানা যায় গতবার (২০২১) মোট ২৬২১টি কেন্দ্রে ৯১১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। যেখানে শতভাগ প্রতিষ্ঠান ছিল ১৯৩৪টি, শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি।
 
এ বছর (২০২২) মোট ২৬৩৭টি কেন্দ্রে মোট ৯১৩৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। যেখানে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৩০টি, শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি।

এ বছর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

অন্যথায় ,সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।