শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এইচএসসি–সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫.৯৫

 আপডেট: ১৬:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

এইচএসসি–সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫.৯৫

উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

২০২১ সালে মোট পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ, গতবারের তুলনায় পাসের হার কমেছে ৯.৩১ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। ২০২২ সালে জিপিএ-৫ এর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ১২ হাজার ৮৮৭ জন।

এবার ছাত্রের চেয়ে ছাত্রী ২.৯৫ শতাংশ বেশি পাস করেছে। মোট ১৫ হাজার ১৬০ জন ছাত্রী বেশি পাস করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭.৮৩, রাজশাহীতে ৮১.৬০, কুমিল্লায় ৯০.৭২, যশোরে ৮৩.৯৫, চট্টগ্রামে ৮০.৫০, বরিশালে ৮৬.৯৫, সিলেটে ৮১.৪০, দিনাজপুরে ৭৯.০৮, ময়মনসিংহে ৮০.৩২, মাদরাসা বোর্ডে ৯২.৫৬ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৯৪.৪১ শতাংশ।

মোট দুই হাজার ৬৩৭টি কেন্দ্র ও ৯ হাজার ১৩৯টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। গতবারের তুলনায় প্রতিষ্ঠান বেড়েছে ২৮টি ও কেন্দ্র বেড়েছে ১৬টি।
 

মন্তব্য করুন: