বুধবার ১৪ মে ২০২৫, বৈশাখ ৩০ ১৪৩২, ১৬ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

রাজনীতি

মানুষ আর কৌশলের রাজনীতি দেখতে চায় না: চরমোনাই পীর

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৩৭, ১৩ মে ২০২৫

মানুষ আর কৌশলের রাজনীতি দেখতে চায় না: চরমোনাই পীর

"মানুষ আর কৌশলের রাজনীতি দেখতে চায় না, ইসলামই শান্তির পথ"

বাংলাদেশে মানুষ আর কৌশলের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। পাঁচ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

চরমোনাই পীর বলেন, ‘আওয়ামী লীগের তো এই দেশে রাজনীতি করার মৌলিক কোনো অধিকার নেই। যখন তাদের নিষিদ্ধ করার দাবি ওঠে, তখন আমরাই রাজপথে দাঁড়াই। কিন্তু অন্যরা এখন কৌশলের রাজনীতি করছে, যা দেশের মানুষ আর দেখতে চায় না। হাজার হাজার মা সন্তান হারিয়েছে, আর খুনিদের নিষিদ্ধ করা নিয়ে টালবাহানা চলছে—এটা মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন বাংলাদেশ দেখেছে। নতুন করে তারা কিছু দেবে—এমন আশা জনগণের আর নেই। একমাত্র ইসলামই শান্তি ও মুক্তির পথ দেখাতে পারে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা, যেমন অধ্যাপক আশরাফ আলী আকন, শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা আবদুর রহমান দিদারী, সুলতান মাহমুদ এবং স্থানীয় নেতা হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সভাপতি মাওলানা হোসাইন আহমদ।

সমাবেশে পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয়:

* জুলাই গণহত্যার দ্রুত বিচার ও দায়ীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা,

* ইসলাম ও ধর্মবিরোধী নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল,

* সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন,

* ভারতের ওয়াক্‌ফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূল চক্রান্তের প্রতিবাদ,

* ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধ এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন।