ফিলিপাইনে মেয়র নির্বাচনে জয়ী সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারাধীন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তাঁর নিজ শহর দাভাওয়ের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনার ৮০ শতাংশ শেষ হওয়ার পর দেখা গেছে, ৮০ বছর বয়সী দুতার্তে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় আট গুণ বেশি ভোট পেয়েছেন।
‘দুতার্তে হ্যারি’ ও ‘দ্য পানিশার’ নামে পরিচিত এই রাজনীতিক একাধিকবার দাভাওয়ের মেয়র ছিলেন। এরপর তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট থাকাকালে তাঁর নেতৃত্বে শুরু হয় কথিত ‘মাদকবিরোধী যুদ্ধ’। এই অভিযানে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হন তিনি।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলতি বছরের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানায় ম্যানিলা থেকে গ্রেপ্তার হন দুতার্তে।
তবে এসব অভিযোগ সত্ত্বেও দাভাও শহরে অপরাধ দমনকারী নেতা হিসেবে এখনো তিনি জনপ্রিয়। স্থানীয় অনেক মানুষ তাঁকে শক্তিশালী ও নির্ভীক নেতা হিসেবে দেখে।