ধানমন্ডি-২৭ থেকে আসাদগেট পর্যন্ত প্রধান সড়কে শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ

ধানমন্ডি থেকে আসাদগেট পর্যন্ত অভিযানে জব্দ করা হয় শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর মোড় থেকে আসাদগেট বাসস্ট্যান্ড পর্যন্ত মিরপুর রোডে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে কর্তৃপক্ষ। এসব রিকশা পরে গাবতলীর আমিনবাজার কাঁচাবাজার এলাকায় ডাম্পিং করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, “ঢাকার প্রধান সড়কে কোনো রিকশা চলতে পারবে না, শুধু অলিগলিতে চলবে। অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, এসব রিকশার নির্মাণ ও চার্জিং পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে, এতে ডেসকো সহায়তা করবে।
প্রশাসক জানান, “একটি সমীক্ষায় দেখা গেছে, সড়কে ঘটে যাওয়া ২০ শতাংশ দুর্ঘটনার জন্য এসব ব্যাটারিচালিত রিকশা দায়ী। নারী ও শিশুরা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এগুলো নিরাপত্তা ছাড়াই তৈরি হচ্ছে এবং নিয়ন্ত্রণহীনভাবে চলছে।”
তিনি আরও বলেন, দুর্ঘটনা কমাতে ও শৃঙ্খলা ফেরাতে সরকার বুয়েটের সহায়তায় নিরাপদ মডেলের ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দিয়েছে। এই মাস থেকেই চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে উত্তীর্ণরাই লাইসেন্স পাবেন এবং নির্দিষ্ট এলাকায় নির্ধারিত ভাড়ায় রিকশা চালাতে পারবেন।
একজন চালকের নামে কেবল একটি রিকশার লাইসেন্স দেওয়া হবে, যাতে রিকশা নিয়ে বাণিজ্য বন্ধ করা যায়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।