বুধবার ১৪ মে ২০২৫, বৈশাখ ৩০ ১৪৩২, ১৬ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

নাফ নদে উত্তেজনা: তিন জেলে ফেরত, দুইজন গুলিবিদ্ধ

 প্রকাশিত: ২১:৫৪, ১৩ মে ২০২৫

নাফ নদে উত্তেজনা: তিন জেলে ফেরত, দুইজন গুলিবিদ্ধ

টেকনাফে নাফ নদে জেলেদের মাছ ধরা নৌকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তসংলগ্ন নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কূটনৈতিক প্রচেষ্টায় ওই তিনজনকে ফেরত আনা হয়।

ফেরত পাওয়া জেলেরা হলেন—

মোহাম্মদ ছিদ্দিক (২২), পিতা: আব্দুর রশিদ

রবিউল আলম (২৩), পিতা: মোহাম্মদ নুর

মোহাম্মদ হোসেন (২৫), পিতা: হোসেন আহমেদ
তিনজনই হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের বাসিন্দা।

তাদের গতকাল সোমবার (১২ মে) দুপুরে নাফ নদে মাছ শিকারের সময় ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, “নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি জেলেকে ফেরাতে আমরা দ্রুত আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করি। আজ সন্ধ্যায় আমরা তাদের সুস্থ অবস্থায় ফেরত আনতে সক্ষম হই এবং পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করি।”

তিনি আরও জানান, “জেলেদের সতর্ক করা হয়েছে যেন মাছ ধরার সময় তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম না করেন।”

রবিউল আলমের বাবা মোহাম্মদ নুর বলেন, “নাফ নদে মাছ ধরার সময় ছেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিজিবির কারণে আজ তাকে ফেরত পেলাম, এজন্য আমরা কৃতজ্ঞ।”

অপহরণের ঘটনায় উত্তেজনার মধ্যেই একই দিন দুপুরে আরাকান আর্মির গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই বাংলাদেশি জেলে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে মাছ ধরার সময় এই হামলা হয়।

গুলিবিদ্ধরা হলেন—

হেদায়েত উল্লাহ (১৭), পিতা: নাম অজ্ঞাত

মোহাম্মদ হোসেন (১৬), পিতা: নাম অজ্ঞাত
তারা উভয়েই শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা। বর্তমানে তারা কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।