বুধবার ১৪ মে ২০২৫, বৈশাখ ৩০ ১৪৩২, ১৬ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

এস আলম গ্রুপের ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৫৩, ১৩ মে ২০২৫

এস আলম গ্রুপের ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এস আলম গ্রুপের ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, আরও বিভিন্ন পদক্ষেপ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিন, তার স্ত্রী রোকসানা খাতুন, মা রাবেয়া খাতুন, বোন হাসমত আরা, দুই ভগ্নিপতি ব্যবসায়ী নজরুল ইসলাম (স্ত্রী হোসনে আরা), নাসির উদ্দিন (স্ত্রী শারমিন আক্তার) এবং নাসিরের ভাই মোহাম্মদ সাইফুদ্দিন, আকিজ উদ্দিনের শ্যালক গোলামুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোজাম্মেল হক, ব্যবসায়ী আলমাস আলী, বেদার উল ইসলাম, এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রির কর্মকর্তা জসিম উদ্দিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা এস এম জামাল উদ্দিন।

দুদক জানিয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। এ কারণে, তাদের বিদেশে পালানোর সম্ভাবনা রয়েছে, যা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাই আদালত ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এছাড়া, ২৩ ফেব্রুয়ারি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এর আগে, তিন দফায় সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৬ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছিল।

আনিসুল হকের এপিএসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এছাড়া, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউসার ভূঁইয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। দুদক জানিয়েছে, রাশেদুল কাউসার ভূঁইয়া মাদক ব্যবসা এবং গরু পাচারে জড়িত, এবং দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শতকোটি টাকার মালিক হয়েছেন।

প্রোগ্রামারের সম্পদ জব্দ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মো. আবদুল কাদেরের সম্পদও জব্দের আদেশ দিয়েছে আদালত। তার সম্পদের তালিকায় রয়েছে শ্যামপুরে একটি ছয়তলা বাড়ি এবং সাড়ে চার কাঠা জমি।