আবাসন ও বাজেট দাবিতে যমুনার উদ্দেশে জবি শিক্ষার্থীদের লংমার্চ

আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আগামীকাল বুধবার (১৪ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে লংমার্চে নামছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’ নামে শিক্ষার্থীদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে একটি শিক্ষার্থী-শিক্ষক প্রতিনিধিদল ইউজিসিতে গেলেও দাবির বিষয়ে আশানুরূপ সাড়া না পাওয়ায় লংমার্চ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
তিন দফা দাবি
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে ২০২৫–২৬ অর্থবছর থেকেই।
২. ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে।
৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। নেই আবাসন, নেই মানসম্মত খাদ্যসুবিধা। একদিকে টিউশনি করতে হয়, অন্যদিকে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তাই ন্যায্য অধিকার আদায়ে আমরা যমুনার পথে লংমার্চ করব।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও মৌলিক সুবিধা পায়নি শিক্ষার্থীরা। ইউজিসি ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এখন প্রধান উপদেষ্টার ওপরই আমাদের আস্থা।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “অধিকার আদায়ে চূড়ান্ত ফয়সালা হবে যমুনাতেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।”