দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আজ বুধবার দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে ছাত্রশিবির জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে। এসময় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, কথিত রাজনীতির নামে সামাজিক আধিপত্য প্রতিষ্ঠার পুরনো দ্বন্দ্ব আবারও সক্রিয় হয়ে উঠেছে। এই দ্বন্দ্বে কে বিজয়ী হবে তা সময়ই বলে দেবে, তবে দেশের আপামর ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ইসলামি মূল্যবোধ ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অঙ্গীকারাবদ্ধ।