ইউক্রেনে রাশিয়ার হামলা জোরদার
প্রকাশিত: ২৩:৩৭, ২৬ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের শক্তিশালী এম-১ আব্রামস ট্যাংক ও জার্মানির লেপার্ড-২ ইউক্রেনকে দেওয়ার ঘোষণার পরপরই ইউক্রেনে তীব্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। কিয়েভ ও ওদেসা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় বৃহস্পতিবার সকাল থেকে। বুধবার রাতেও ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়ান সেনারা। এ হামলায় কিয়েভে একজন নিহত হয়েছেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এইদিন সকাল থেকেই কিয়েভজুড়ে বিমান হামলার বিষয়ে সতর্কতা জারি করে। কিয়েভের বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন বিমান হামলা থেকে বাঁচতে। যানাযায় ঐদিন ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া যার মধ্যে ১৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনারা আরো দাবি করেন, আগেরদিন রাতে রুশ সেনাদের চালানো ড্রোন হামলার সময় ২৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে স্বাভাবিকভাবেই কোনো সংবাদমাধ্যম এর সত্যতা যাচাই করতে পারেনি।
অনলাইন নিউজ পোর্টাল ২৪
মন্তব্য করুন: