রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৭ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

জনসমাগমস্থলে বখাটেপনা করলেই সাংগঠনিক ব্যবস্থা: হুঁশিয়ারি সিলেট বিএনপির

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৪৯, ১০ মে ২০২৫

জনসমাগমস্থলে বখাটেপনা করলেই সাংগঠনিক ব্যবস্থা: হুঁশিয়ারি সিলেট বিএনপির

সিলেট বিএনপির হুঁশিয়ারি: “নাম ভাঙিয়ে বখাটেপনা করলে দল ছাড় দেবে না”

সিলেট জেলা ও মহানগর বিএনপি জানিয়েছে, দলের নাম ব্যবহার করে সড়ক, বিপণিবিতান বা জনসমাগমস্থলে বখাটেপনা, অযথা আড্ডা কিংবা বিশৃঙ্খল আচরণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার দুপুর ১২টায় সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় জেলা ও মহানগর বিএনপির নীতিনির্ধারণী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দলের শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমের সার্বিক পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় নেতারা বলেন, দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বিপণিবিতানের সামনেসহ জনসমাগম এলাকায় বেআইনিভাবে অবস্থান নিচ্ছেন, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে এবং দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। এসব কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

স্থানীয় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি অনুমোদনহীন সংগঠনের ব্যানারে কর্মসূচি চালায় বা জনদুর্ভোগে যুক্ত হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সভা শেষে যোগাযোগ করলে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিএনপি ও সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি সড়ক দখল করে আড্ডা ও বখাটেপনায় লিপ্ত—এমন অভিযোগ আমরা পেয়েছি। তাই সবাইকে সতর্ক করতে আজকের নীতিনির্ধারণী সভা ডাকা হয়।’