কাশ্মির থেকে যুদ্ধবিরতি পর্যন্ত: ভারত-পাকিস্তান সংঘাতের পূর্ণ টাইমলাইন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।
দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত অবশেষে যুদ্ধবিরতিতে গিয়ে শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ৪৮ ঘণ্টার আলোচনার পর আজ (১০ মে) আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ভারত ও পাকিস্তান ‘‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’’ সম্মত হয়েছে। এরপর দুই দেশের কর্মকর্তারাও চুক্তির সত্যতা নিশ্চিত করেন।
সাম্প্রতিক এই উত্তেজনার সূচনা হয় ২২ এপ্রিল, যখন ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে।
হামলার পরদিন, ২৩ এপ্রিল, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সীমান্ত বন্ধ এবং গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে।
এরপর ২৪ এপ্রিল, উভয় দেশ একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে এবং পাকিস্তান ভারতীয় বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
২৫ এপ্রিল থেকে ব্যাপক বিবাদপূর্ণ কাশ্মির অঞ্চলের সীমান্তরেখা (লাইন অব কন্ট্রোল বা এলওসি) জুড়ে উভয় পক্ষের সেনাদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়, যা পরবর্তী কয়েক রাত ধরে চলে।
৩ মে পাকিস্তান ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়। একই দিনে ভারত পাকিস্তানি পতাকাবাহী জাহাজের জন্য নিজের বন্দর নিষিদ্ধ করে এবং পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়।
৭ মে ভারত পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মির ও পাঞ্জাবে অন্তত ৩১ জন নিহত হন। পাকিস্তান এটিকে ‘‘যুদ্ধ ঘোষণা’’ হিসেবে অভিহিত করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানে অন্তত ৯টি স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়। পাকিস্তান ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায়।
৮ মে ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালায়।
৯ মে ভারত আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে। এদিন জি-৭ জোট উভয়পক্ষকে ‘‘সর্বোচ্চ সংযম’’ প্রদর্শনের আহ্বান জানায়।
১০ মে পাকিস্তান জানায়, ভারত তাদের একাধিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। ভারত-শাসিত কাশ্মিরের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও জানা গেছে।
সবশেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে টানা ৪৮ ঘণ্টা আলোচনা চালান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলেই এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়।