মার্চ টু যমুনা’র হুমকি, আন্দোলনে উত্তাল শাহবাগ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে কী সিদ্ধান্ত আসে—সে অপেক্ষায় রাজধানীর শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারীরা।
শনিবার (১০ মে) রাত ৯টায় শাহবাগে আন্দোলনরতদের মধ্যে এমন চিত্র দেখা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই বৈঠক থেকেই তাঁরা আশা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসবে।
এর আগে রাত ৮টার দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘‘এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে যাত্রা করব।’’
সরেজমিনে দেখা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে অবস্থান করে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাঁদের মুখে এখন একটাই দাবি—‘‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো।’’
আন্দোলনকারীরা জানান, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক রাত ৮টায় শুরু হয়। এখন চলছে সিদ্ধান্ত ঘোষণার প্রতীক্ষা।
প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে গত বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে আন্দোলন শুরু হয়, যা আজ শনিবার (১০ মে) রাত ৯টা পর্যন্ত ৪৭ ঘণ্টা অতিক্রম করেছে। প্রথমে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিলেও পরে অবস্থান স্থান পরিবর্তন করে শাহবাগ অবরোধ করেন।