যুদ্ধবিরতি মানবে ভারত, তবে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

যুদ্ধবিরতি মানবে ভারত, তবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে—প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুদ্ধবিরতির সিদ্ধান্ত ঘোষণার পর ভারত জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথা জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। তাঁরা পাকিস্তানের সাম্প্রতিক বিভিন্ন দাবিকে ‘মিথ্যা প্রচার’ হিসেবে উল্লেখ করেন। পাকিস্তানের দাবি অনুযায়ী, তারা ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েকটি বিমানঘাঁটি ধ্বংস করেছে—এগুলো সম্পূর্ণ অসত্য বলে দাবি করেন তারা।
ভারতীয় কর্মকর্তারা আরও বলেন, পাকিস্তান দাবি করেছে ভারতীয় বাহিনী ইচ্ছাকৃতভাবে মসজিদ ভেঙেছে। এটি মিথ্যা এবং বিভ্রান্তিকর। ভারতীয় সেনাবাহিনী ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাদের লক্ষ্য ছিল কেবল সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, স্কারদু, সরগোদা, জাকোয়াবাদ ও ভুলারিসহ পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটি ভারতীয় হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা আক্রমণের সক্ষমতাও অনেকাংশে দুর্বল হয়ে পড়েছে।