আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জাতীয় স্বার্থে জরুরি: মামুনুল হক

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি মামুনুল হকের।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, "আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী, ধর্মবিরোধী ও ফ্যাসিবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা দেশের স্বার্থে অত্যন্ত জরুরি।"
শনিবার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির মাসিক সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক অভিযোগ করেন, "আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা এবং জুলাই-আগস্টের গণআন্দোলনের মতো বহু হত্যাকাণ্ড, গুম ও অপহরণের সঙ্গে জড়িত। তারা দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করতে চায় এবং ইসলামি মূল্যবোধ বিনষ্ট করছে।"
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি "জুলাই-আগস্ট বিপ্লব" বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, "হাজারো ছাত্র-জনতার রক্তে লেখা বিপ্লব ব্যর্থ করতে দেওয়া হবে না।"
নারী বিষয়ক সংস্কার কমিশনের তীব্র সমালোচনা করে মামুনুল বলেন, "এই কমিশন আসলে ধর্ম সংস্কারের মোড়কে কাজ করছে। জনগণের ব্যাপক প্রতিক্রিয়ার পরও সরকার এটিকে বাতিল করেনি।"
তিনি অবিলম্বে এই কমিশন বাতিলের দাবি জানান এবং গাজায় ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ ও বাংলাদেশ সরকারের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানান। পাশাপাশি পাকিস্তান-ভারতের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিরসনের আহ্বানও জানান।
সভায় দলের নায়েবে আমির মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা কুরবান আলী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।