হাসনাত আবদুল্লাহ: আ’লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি

হাসনাত আবদুল্লাহ: আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন না করা হয়, তাহলে তারা আবারও ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবে।
এদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, আপ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন একাত্মতা ঘোষণা করে। তাদের স্লোগান ছিল, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” ও “ব্যান্ড ব্যান্ড আওয়ামী লীগ।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা শাহবাগ থেকে এগিয়ে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের গেটে অবস্থান নিয়েছি। এখান থেকে আমরা স্পষ্ট জানাতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি সহ্য করা হবে না। আমরা উপদেষ্টাদের প্রতি বিশ্বাস রাখি, কিন্তু তারা যদি এ বিষয়ে কোনো সমাধান না দেন, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে কঠোর।”