রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৭ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দিতে চক্রান্ত চলছে: সিপিবি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৫২, ১০ মে ২০২৫

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দিতে চক্রান্ত চলছে: সিপিবি

সিপিবির অভিযোগ: চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দিতে সরকার চক্রান্ত করছে

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে।

আজ শনিবার এক বিবৃতিতে সিপিবি সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই অভিযোগ উত্থাপন করেন।

বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে এনসিটি নির্মাণ করে। পরবর্তীতে প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে সেখানে আধুনিক কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রপাতি স্থাপন করা হয়। কিন্তু এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেশি জনবল দ্বারা পরিচালিত না হয়ে বেসরকারি এবং বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বারবার দেখা যাচ্ছে।

সিপিবি নেতারা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে গণআন্দোলনের মুখে সেটি বাস্তবায়িত হয়নি। এখন অন্তর্বর্তী সরকারও একই পথে হাঁটছে এবং এ নিয়ে আরব আমিরাতসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

বিবৃতিতে সিপিবির পক্ষ থেকে বলা হয়, "চট্টগ্রাম বন্দর নিয়ে এভাবে বারবার ছিনিমিনি খেলা চলতে পারে না। এনসিটি, পিসিটি ও সিসিটিসহ কোনো স্থাপনাই দেশি বা বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি, বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারীরাই এই টার্মিনাল সফলভাবে পরিচালনা করতে সক্ষম।"

সিপিবি অবিলম্বে এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি যেসব স্থাপনা ইতিমধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে রয়েছে, সেসব চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি।