ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্রদলের ময়মনসিংহ বিভাগে নবযাত্রা, ঘোষিত হলো পাঁচ ইউনিটের কমিটি
ময়মনসিংহে দীর্ঘ প্রায় সাত বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিগুলো হলো—জেলা দক্ষিণ, জেলা উত্তর, মহানগর, আনন্দ মোহন কলেজ এবং কোতোয়ালি থানা ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কমিটিগুলোর অনুমোদন দেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাকিবুল ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কমিটিগুলোর তালিকা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের অভিনন্দন জানান।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন আজিজুল হাকিম এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন। এ কমিটিতে চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজন দপ্তর সম্পাদক রয়েছেন।
উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে নূরুজ্জামান সোহেল সভাপতি ও এ কে এম সুজা উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই কমিটিতেও রয়েছে চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজন দপ্তর সম্পাদক।
মহানগর ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটিও একই গঠনে তৈরি। আগামী এক মাসের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের আট সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন হুজ্জাতুল খান এবং সাধারণ সম্পাদক মোস্তাত সরকার। কমিটিতে আরও রয়েছেন দুই সহসভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন প্রচার সম্পাদক।
কোতোয়ালি থানা ছাত্রদলের চার সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন আরিফ রব্বানী এবং সাধারণ সম্পাদক সাজিদ হাসান। এ ছাড়া একজন সহসভাপতি ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। এই দুটি ইউনিটকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৮ সালের ১২ জুলাই ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও এত দিন এসব ইউনিটের কার্যক্রম চলমান ছিল।