শুক্রবার ১৬ মে ২০২৫, জ্যৈষ্ঠ ২ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

রাজনীতি

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৪৮, ১৫ মে ২০২৫

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্রদলের ময়মনসিংহ বিভাগে নবযাত্রা, ঘোষিত হলো পাঁচ ইউনিটের কমিটি

ময়মনসিংহে দীর্ঘ প্রায় সাত বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিগুলো হলো—জেলা দক্ষিণ, জেলা উত্তর, মহানগর, আনন্দ মোহন কলেজ এবং কোতোয়ালি থানা ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কমিটিগুলোর অনুমোদন দেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাকিবুল ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কমিটিগুলোর তালিকা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের অভিনন্দন জানান।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন আজিজুল হাকিম এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন। এ কমিটিতে চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজন দপ্তর সম্পাদক রয়েছেন।

উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে নূরুজ্জামান সোহেল সভাপতি ও এ কে এম সুজা উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই কমিটিতেও রয়েছে চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজন দপ্তর সম্পাদক।

মহানগর ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটিও একই গঠনে তৈরি। আগামী এক মাসের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের আট সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন হুজ্জাতুল খান এবং সাধারণ সম্পাদক মোস্তাত সরকার। কমিটিতে আরও রয়েছেন দুই সহসভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন প্রচার সম্পাদক।

কোতোয়ালি থানা ছাত্রদলের চার সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন আরিফ রব্বানী এবং সাধারণ সম্পাদক সাজিদ হাসান। এ ছাড়া একজন সহসভাপতি ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। এই দুটি ইউনিটকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও এত দিন এসব ইউনিটের কার্যক্রম চলমান ছিল।